বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির উদ্বেগ

'আর্থিক প্রতিষ্ঠান খাতের বদনাম ঘোচাতে হবে'

যাযাদি রিপোর্ট
  ২৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
'আর্থিক প্রতিষ্ঠান খাতের বদনাম ঘোচাতে হবে'

স্মার্ট অর্থনীতি গড়ে তোলার জন্য ব্যাংকিং খাতের পাশাপাশি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা প্রতিষ্ঠাসহ খেলাপি ঋণ নিয়ন্ত্রণ করার ওপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে এ খাতে ঘটে যাওয়া নানা কেলেঙ্কারির পর এখন গ্রাহকদের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান খাতের বদনাম ঘোচাতে হবে বলে মনে করেন তারা।

রোববার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় বক্তৃতাকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ এই মন্তব্য করেন।

সভায় কমিটির ডিরেক্টর ইনচার্জ মো. ফয়েজুর রহমান ভুঁইয়া বলেন, বাংলাদেশ এখন স্মার্ট অর্থনীতির পথে অগ্রসর হচ্ছে। এই যাত্রার শুরুতেই আর্থিক প্রতিষ্ঠান খাতের বদনাম ঘোচাতে হবে। নতুন করে যেন অনিয়ম, ঋণ খেলাপি না হয় সে বিষয়ে সব অংশীজনকে দায়িত্বশীল হতে হবে। নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির পরবর্তী সভাগুলোয় সদস্যদের সুনির্দিষ্ট মতামত ও পরামর্শ আহ্বান করেন তিনি।

এ সময় কমিটির চেয়ারম্যান মো. রাজিব পারভেজ জানান, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করতে ব্যাংকিং খাতের পাশাপাশি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ জরুরি। এ জন্য এই খাতের উদ্যোক্তা, কর্মী এবং অন্যান্য অংশীজনদের মধ্যে দায়বদ্ধতার মনোভাব গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

সভায় অংশগ্রহণ করে কমিটির সদস্যরা বলেন, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসমূহে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে দেশের ব্যবসা, বাণিজ্য ও শিল্প লাভবান হবে, যা জাতীয় অর্থনীতিকে একটি শক্তিশালী ভিত্তিতে পৌঁছে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে