সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ৬০ টাকা

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ১৩ মার্চ ২০২৪, ০০:০০

দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কমেছে কেজিতে ৬০ টাকা। বাজারে দেশীয় নতুন রসুনের সরবরাহ বাড়ায় দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সোমবার হিলি বাজার ঘুরে দেখা গেছে, কাঁচাবাজারে প্রতি দোকানেই রসুনের ভালো সরবরাহ রয়েছে। বিক্রেতারা জানান, বেচাকেনাও বেড়েছে মসলাজাত পণ্যটির। বর্তমানে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে মানভেদে ১২০-১৪০ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ১৮০-২০০ টাকা।

রমজান ঘিরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বমুখী। একই সময় রসুনের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে নিম্নআয়ের মানুষের মাঝে। হিলি বাজারে রসুন কিনতে আসা সিদ্দিক হোসেন বলেন, 'পবিত্র রমজান মাস শুরু হয়েছে। ফলে আদা-রসুন-পেঁয়াজসহ অন্যান্য মসলা কিনতে এসেছি। সবকিছুর বাড়তি দাম। তবে রসুনের দাম কমেছে।'

শিউলি আকতার নামে এক ক্রেতা বলেন, 'নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগে থেকেই ঊর্ধ্বমুখী। এর ওপর রমজান ঘিরে উত্তাপ আরও বেড়েছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তবে কিছুটা স্বস্তি রসুনের দামে। আগের সপ্তাহের তুলনায় কেজিতে ৬০ টাকা কমেছে। রসুনের সঙ্গে অন্যান্য পণ্যের দামও যেন কমে, সে দাবি জানাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে