সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

টানা এগারো বার সিআইপি হলেন মোনেম

  ১১ মে ২০২৪, ০০:০০
টানা এগারো বার সিআইপি হলেন মোনেম
টানা এগারো বার সিআইপি হলেন মোনেম

সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এবং আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম মহিউদ্দিন মোনেম ২০২২ সালে দেশের রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে সিআইপি সম্মাননা পেয়েছেন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর রেডিসন বস্নু হোটেলে এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তার হাতে এ সন্মাননা তুলে দেন। এ নিয়ে তিনি ১১ বার এ সম্মাননা অর্জন করলেন।

1

বাংলাদেশ সরকার কঠোর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশের শিল্প খাতে বিশেষ করে রপ্তানি ও বাণিজ্যের ক্ষেত্রে অবদানের জন্য সিআইপি পুরস্কারের স্বীকৃতি দেয়। এএসএম মহিউদ্দিন মোনেমের ধারাবাহিকভাবে সিআইপি অ্যাওয়ার্ডের স্বীকৃতি, দেশে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং স্মার্ট বাংলাদেশ স্থাপনে তার অঙ্গীকারের প্রতিফলন

তার নেতৃত্বে, সার্ভিস ইঞ্জিন লিমিটেড টানা দশম বার আইএওপি কর্তৃক শীর্ষ ১০০ গেস্নাবাল আউট সোর্সিং কোম্পানির একটি হিসাবে স্বীকৃত হয়েছে। তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদানের জন্য একাধিকবার রাষ্ট্রপ্রতি পুরস্কার এবং পরপর ১০ বার জাতীয় রপ্তানি ট্রফিতে ভূষিত হয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে টানা ১০ বার সেরা করদাতার স্বীকৃতিও পেয়েছেন। তিনি শিল্প মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার' এ ভূষিত হন। মহিউদ্দিন মোনেম প্রখ্যাত শিল্পপতি মরহুম আব্দুল মোনেমের কনিষ্ঠ পুত্র। তিনি একাধারে বাংলাদেশে চেকপ্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করছেন।

হসংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে