পপুলার লাইফ ইনসু্যরেন্স কোম্পানি লিমিটেডের শরীয়তপুর অঞ্চলের বীমা গ্রাহকের ৫ কোটি ১৩ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও অর্ধ-বার্ষিক ব্যবসা ক্লোজিং সভা শরীয়তপুর সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনসু্যরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম ও মো. হাবিবুর রহমান, এসইডি মো. জাহাঙ্গীর হোসেন, প্রকল্প পরিচালক মো. মোখলেছুর রহমান ও প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী সৈয়দ জাকারিয়া। বিজ্ঞপ্তি