রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কেন্দ্রীয় ব্যাংক কোনো শিল্পকে প্রভাবিত করছে না :গভর্নর

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
কেন্দ্রীয় ব্যাংক কোনো শিল্পকে প্রভাবিত করছে না :গভর্নর
ড. আহসান এইচ মনসুর

কেন্দ্রীয় ব্যাংক কোনো শিল্পকে প্রভাবিত করছে না। এজন্য কোনো ব্যবসায়িক ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার ডেইলি স্টারের অফিসে আয়োজিত বর্তমান ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং এগিয়ে যাওয়ার পথ নিয়ে একটি গোলটেবিল আলোচনার সময় তিনি এ তথ্য জানান।

1

গভর্নর বলেন, 'আমরা কোনো শিল্পকে প্রভাবিত করছি না। হস্তক্ষেপ বা তহবিল অবরোধ ছাড়াই প্রতিটি সেক্টরকে অবাধে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন সেক্টরের শীর্ষ উদ্যোক্তা ও প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। আলোচনা সঞ্চালনা করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।

শীর্ষস্থানীয় রপ্তানিকারক এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর চট্টগ্রাম, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুর এবং কুমিলস্নার মতো গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চলে শিল্পের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

গাজী টায়ারস লিমিটেড এবং অন্যান্য ব্যবসায় সাম্প্রতিক অগ্নিসংযোগের কথা উলেস্নখ করে সৈয়দ নাসিম বলেন, এগুলো জাতীয় সম্পদ। পরিস্থিতির জরুরি ভিত্তিতে সরকারের সাড়া না দেওয়ারও সমালোচনা করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে