আবাসন খাতে সংকট নিরসনে জরুরিভিত্তিতে ইমারত বিধিমালা-২০২৪ চূড়ান্ত করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।
আবাসন খাতের সংগঠনটি জানায়, করোনার সময় তড়িঘড়ি করে নামমাত্র গণশুনানি দেখিয়ে বৈষম্যমূলক ও ক্রটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫ প্রকাশ করা হয়। যার ফলে আবাসন সেক্টরে স্থবিরতা নেমে আসে। জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
৩১ অক্টোবর সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. হামিদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করে রিহ্যাব নেতারা এ দাবি জানান।
রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ এবং রিহ্যাব পরিচালক ড. মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
রিহ্যাব প্রেসিডেন্ট ওয়াহিদুজ্জামান বলেন, আবাসন খাতকে কুক্ষিগত করার লক্ষ্যে বিগত সরকারের মদদপুষ্ট একটি স্বার্থান্বেষী মহলকে খুশি করতে কোভিড-১৯ মহামারি চলার সময়ে তড়িঘড়ি করে নামমাত্র গণশুনানি দেখিয়ে মানুষের মতামতকে আমলে না নিয়ে বিগত ২০২২ সালের ২২ আগস্ট বৈষম্যমূলক ও ক্রটিপূর্ণ বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২-২০৩৫ প্রকাশ করে।