শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

শুরু হলো উত্তরা ভিউ একক আবাসন মেলা

  ০৯ ডিসেম্বর ২০২৪, ০০:০০
শুরু হলো উত্তরা ভিউ একক আবাসন মেলা
শুরু হলো উত্তরা ভিউ একক আবাসন মেলা

উত্তরা থার্ড ফেইজ ও মেট্রোরেলের প্রধান স্টেশনের পাশেই উত্তরা ভিউতে উদ্বোধন করা হলো একক আবাসন মেলা। শতভাগ উন্নয়নকৃত রেডি পস্নটে গড়ি আগামীর স্বপ্নের বাড়ি এই শ্লোগান নিয়ে শনিবার থেকে শুরু হয়েছে আমিন মোহাম্মদ গ্রম্নপের উত্তরা ভিউ আবাসন প্রকল্পের একক আবাসন মেলা। মেলা উপলক্ষে স্পট বুকিংয়ে থাকছে আকর্ষণীয় মূল্যে পস্নট কেনার সুবর্ণ সুযোগ। শনিবার ফিতা কেটে মেলা উদ্বোধন করেন- আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস্‌- সৈয়দ মোহাম্মদ ওয়াসিম। এ সময় উপস্থিত ছিলেন- আমিন মোহাম্মদ ল্যান্ডস ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক-ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক রুনা লায়লা তমা, আক্তারুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে