আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত ব্যাংকিংসেবা প্রদানের প্রত্যয় নিয়ে এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে ব্যাংকিংসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পঞ্চম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উক্ত উপশাখাটি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার অধীনে তাদের সব ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে উপশাখা প্রাঙ্গণে পবিত্র কোরআন খতম, দরূদ এবং দো'য়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো. সাঈদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জেএভিপি ও জনসংযোগ বিভাগের ইনচার্জ (চলতি দায়িত্ব) কে. এম. হারুনুর রশীদ। বিজ্ঞপ্তি