শুক্রবার, ০২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বেপজার চুক্তি সই

  ১১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বেপজার চুক্তি সই
.

বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি ব্যাটারি প্লেট তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং বাংলাদেশ প্রথমা পাওয়ার সাপ্লাই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. লেইমিং জিয়া ১০ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেন। কারখানা স্থাপনে প্রতিষ্ঠানটি এক কোটি ২২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে, যার ফলে ৬০০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারা রপ্তানির লক্ষ্যে বার্ষিক ২০ কোটি ৮০ লাখ পিছ ব্যাটারি প্লেট তৈরি করবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান দেশের অনুক‚ল ব্যবসা পরিবেশ, দক্ষ জনবল এবং কৌশলগত অবস্থান উল্লেখ করে বাংলাদেশে বিশেষত বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানির বিনিয়োগের এই সিদ্ধান্তকে স্বাগত জানান। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে