সাউথইস্ট ব্যাংক পিএলসি. ২০২৪ সালের ১২ ডিসেম্বর, ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকায় দেশের শীর্ষস্থানীয় হজ এজেন্সিগুলোর প্রতিনিধিদের সঙ্গে একটি সফল ও কার্যকরী পরিচিতি এবং অংশীদারিত্ব সভার আয়োজন করে। অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.র সম্মানিত চেয়ারম্যান এম. এ. কাসেম উপস্থিত ছিলেন। এই উদ্যোগ ব্যাংকের হজ এজেন্সিগুলোর সঙ্গে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার এবং হজ যাত্রীদের সেবায় উদ্ভাবনী আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রম্নতি পুনর্ব্যক্ত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাউথইস্ট ব্যাংক পিএলসি.'র ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান এবং আবিদুর রহমান চৌধুরী। এ ছাড়াও বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি