ফিরোজ আহমেদ ও মো. ফজলুর রহমান এবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ সিদ্ধান্ত ২০২৪ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত ৮০২তম বোর্ড সভায় গৃহীত হয়।
ফিরোজ আহমেদ এবি ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলিট পেইন্ট গ্রম্নপের চেয়ারম্যান এবং এলিট ইন্টারন্যাশনাল লিমিটেড, হেক্সাগন কেমিক্যাল কমপেস্নক্স লিমিটেড এবং আহমেদ সিকিউরিটিজ সার্ভিসেস-এর ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, দাতব্য এবং ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত।
ফিরোজ আহমেদ চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ এবং চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সদস্য। তিনি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটি এবং মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম-এর আজীবন সদস্য। সংবাদ বিজ্ঞপ্তি