রোববার, ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

হজ নিবন্ধন :রোববার অতিরিক্ত সময় ব্যাংক খোলা রাখার অনুরোধ

যাযাদি ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
হজ নিবন্ধন :রোববার অতিরিক্ত সময় ব্যাংক খোলা রাখার অনুরোধ

আগামী বছরের জন্য হজের প্রাথমিক নিবন্ধনের শেষ দিন রোববার নির্ধারিত সময়ের পরেও ব্যাংক খোলা রাখতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক।

এতে বলা হয়, হজের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার শেষ হবে। হজযাত্রীদের সুবিধার্থে ওইদিন হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের শাখাগুলো অফিস সময়ের পরেও খোলা রাখা প্রয়োজন। যতক্ষণ হজের অর্থ জমাদানকারী থাকেন, ততক্ষণ পর্যন্ত অর্থ গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক শুক্রবার বলেন, 'আমরা যে চিঠিটি দিয়েছি, সেটি মূলত হজের নিবন্ধন যাতে শেষ সময়ে আটকে না যায়- সেজন্য। রীতি অনুযায়ী, এ ধরনের অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যাংকিং আওয়ার শেষ হওয়ার পরও কয়েক ঘণ্টা লেনদেন চালু রাখা হয়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে