আওতায় পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করার জন্য সাত দেশের আটটি প্রতিষ্ঠানের কাছ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির (জিটুজি) আওতায় পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৫ সালের জানুয়ারি-জুন সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুসারে এ ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১১ হাজার ৪৭৯ কোটি ৪ লাখ টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সভায় সার, সয়াবিন তেল ও মসুর ডাল কেনাসহ আরো কয়েকটি প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক ক্রয় প্রস্তাবের পরিপ্রেক্ষিতে থাইল্যান্ডের পিটিটিটি, ওমানের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইনোক, চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ইন্দোনেশিয়ার বিএসপি, মালয়েশিয়ার পিটিএলসিএল ও ভারতের আইওসিএল জ্বালানি তেল ক্রয়ের অনুমোদন দেয়া হয়।
পাঁচ ক্যাটাগরির পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে রয়েছে ৮ লাখ ৮০ হাজার টন গ্যাস অয়েল (ডিজেল), ১ লাখ ৯০ হাজার টন জেট এ-১ ফুয়েল, ৭৫ হাজার টন মোগ্যাস (অকটেন), ২ লাখ ৫০ হাজার টন ফার্নেস অয়েল এবং ৩০ হাজার টন মেরিন ফুয়েল।
সভায় শিল্প মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কাতার, সৌদি আরব ও মরক্কো থেকে সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে কাতার এনার্জি মার্কেটিং থেকে ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৬৮ লাখ ১২ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৫৪ ডলার ৬৭ সেন্ট।
সৌদি আরবের মাদেন থেকে ৪০ হাজার টন ডিএপি সার ২৯৬ কোটি ১৬ লাখ টাকায় আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি টন সারের মূল্য ধরা হয়েছে ৬১৭ ডলার। মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ১৫৮ কোটি ৪০ লাখ টাকায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানি করবে সরকার। এক্ষেত্রে প্রতি টন সারের মূল্য ধরা হয়েছে ৪৪০ ডলার।
সভায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের মানুষের কাছে স্বল্পমূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল ও মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এতে ব্যয় হবে ১৮৯ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটারের মূল্য ধরা হয়েছে ১৭১ টাকা ৯৫ পয়সা। এছাড়া শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ৯৪ কোটি ৯৫ লাখ টাকায় ১০ হাজার টন মসুর ডাল কেনার অনুমোদন দেয়া হয়েছে। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৯৪ টাকা ৯৫ পয়সা।
সভায় 'ই-জিপি সিস্টেমের উন্নয়ন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ডিজিটাইজিং ইমপিস্নমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট (তৃতীয় সংশোধিত)' প্রকল্পের আওতায় পরামর্শক সেবা ক্রয়ের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এ প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান দোহাটেক নিউ মিডিয়া বাংলাদেশ এবং জিএসএস ইনফোটেক লিমিটেডের নিয়োগ এক বছর বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই এক বছরের সেবা নিতে পরামর্শক প্রতিষ্ঠানকে দিতে হবে ৪২ কোটি ২৯ লাখ ৭৬ হাজার ৮১৮ টাকা।
বন্যায় সিলেট-ছাতক বাজার সেকশনের ক্ষতিগ্রস্ত মিটার গেজ ট্র্যাক সংস্কার এবং ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটার গেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়াল গেজ রেললাইন নির্মাণের পৃথক দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের সিলেট থেকে ছাতক বাজার সেকশন (মিটার গেজ ট্র্যাক) পুনর্বাসন প্রকল্পের ডবিস্নউডি-১ প্যাকেজের ২১৭ কোটি ৩৪ লাখ ৪ হাজার ৩৬৯ টাকার পূর্তকাজের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মীর আখতার হোসেন লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করবে। ঢাকা-নারায়ণগঞ্জ সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরাল একটি ডুয়াল গেজ রেললাইন নির্মাণ (প্রথম সংশোধিত) প্রকল্পের ডবিস্নউডি-৩ প্যাকেজের ৩১৬ কোটি ৬৪ লাখ টাকার পূর্তকাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। জিপিটি-স্ট্যান্ডার্ড জয়েন্ট ভেঞ্চার এটি বাস্তবায়ন করবে।