অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিজ নাজমা মোবারেক ২২ জানুয়ারি ২০২৫ তারিখে জীবন বীমা কর্পোরেশনের মতিঝিলস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সভায় সভাপতিত্ব করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান (বীমা ও পূজিবাজার অনুবিভাগ) বিভাগের অতিরিক্ত সচিব মোঃ সাঈদ কুতুব। দেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বীমা ব্যবসায় সম্প্রসারণে জীবন বীমা কর্পোরেশন সক্ষমতা বৃদ্ধির জন্য সচিব মহোদয় প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া আইসিটি নির্ভর ও আধুনিক সুবিধা সম্বলিত যুগোপযোগী স্কীম প্রণয়নের প্রতি গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি