মোংলা বন্দর জেটিতে ভিড়েছে একদিনে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ও একটি বার্জসহ পোর্ট লিমিটের বিভিন্ন পয়েন্টে ১৭টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এ বছরের ২৭ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত এ বন্দরে মোট ৭৪ টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসকল জাহাজে- এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্য সামগ্রী, রিকন্ডিশন গাড়ী ইত্যাদি পন্য খালাশ বোঝাই হয়েছে।
জেটিতে আগমনকৃত তিনটি জাহাজের মধ্যে পানামা পতাকাবাহী জাহাজ গ.ঠ. ক ঝ রূপপুর পারমানবিক বিদু্যৎ কেন্দ্রের মালামাল নিয়ে জাহাজটি বন্দরের ০৯ নং জেটিতে ভিড়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী গ.ঠ. গধবৎংশ নামক জাহাজটি বন্দরের ০৭ নং জেটিতে ভিড়েছে। ভারতের পতাকাবাহী গ.ঠ. তধরৎধ নামক জাহাজটি বন্দরের ০৬ নম্বর জেটিতে ভিড়েছে। পানামা পতাকাবাহী গ.ঠ. ইধঃধস ঝঃধৎ নামক জাহাজটি বন্দরের ০৮ নম্বর জেটিতে ভিড়েছে। বিজ্ঞপ্তি