ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) এর ৬৫তম সভা ২৩ ফেব্রম্নয়ারি ২০২৫, রবিবার অনুষ্ঠিত হয়। আইবিসিএফ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে সভাপতিত্ব করেন। সভায় ১৭ র্মাচ একটি জাতীয় সেমিনার অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও সাম্প্রতিক ইসলামী ব্যাংক সমূহের সংকট সমাধানে স্টেকহোল্ডারদের ইতিবাচক ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গেস্নাবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং আইবিসিএফ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এবং আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান খাজা শাহরিয়ার, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং আইবিসিএফ এর উপদেষ্টা মু. ফরীদ উদ্দিন আহমদ, আইবিসিএফ এর উপদেষ্টা এ কে এম নুরুল ফজল বুলবুল, গেস্নাবাল ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নূরুল ইসলাম খলিফা, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সাদাত, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আখতার হোসেন, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী ব্যাংক বাংলাদেশের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। এছাড়া সদস্যভুক্ত ব্যাংকের উচ্চ পর্যায়ের নির্বাহী কর্মকর্তাগণ অংশগ্রহন করেন। বিজ্ঞপ্তি