রানার মোটরস লিমিটেড ঢাকার আলকি কনভেনশন হলে আইশার ট্রাকস কাস্টমার মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের সফল আয়োজন করেছে। এই আয়োজনে ১০০-রও বেশি মিডিয়াম ডিউটি সেগমেন্টের সম্মানিত কর্পোরেট গ্রাহক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আইশার ট্রাকসের উন্নত কারিগারি দক্ষতা, সুবিধাসমূহ ও প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, যা আমাদের গ্রাহকদের জন্য নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেড (ইন্ডিয়া)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিঃ আমান অরোরা রানার গ্রম্নপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, রানার গ্রম্নপের ভাইস চেয়ারম্যান মোজ্জাম্মেল হোসেন, এছাড়াও, রানার গ্রম্নপ ও ভলভো আইশার কমার্শিয়াল ভেহিকেলস লিমিটেড (ইন্ডিয়া) অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি