বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থায়নে এবং পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবি কর্তৃক বাস্তবায়িত চট্টগ্রাম ঢাকা পাইপলাইন প্রকল্পের অধীনে নির্মিত কুমিলস্না অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর অংশীজনদের সাথে একটি মতবিনিময় সভা গত ২৮/০২/২০২৬ ইং তারিখে কুমিলস্নার বরুড়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুস সোবহান। সভার প্রধান অতিথি ছিলেন যমুনা অয়েল কোম্পানী লিমিটেড এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মুস্তফা কুদরুত-ই-ইলাহী। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড এর মহাব্যবস্থাপক বিপণন সি এম জিয়াউল হাসান। উর্ধ্বতন কর্মকর্তা (বিপণন) রাগিব হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত তিনটি বিপণন কোম্পানীর পেট্রোল পাম্প মালিক, শ্রমিক এবং ডিলার এজেন্টগন এর সাথে ডিপোর বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। সিডিপিএল প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আমিনুল হক সভায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় আরো উপস্থিত ছিলেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এর মহাব্যবস্থাপক (পরিচালন) মোঃ মফিজুর রহমান, মহাব্যবস্থাপক (বিপণন) রেজা মোঃ রিয়াজউদ্দিন, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) কাঞ্চন চন্দ্র সোম এফসিএমএ, উপ মহাব্যবস্থাপক (পরিচালন) আসিফ মালেক, উপ মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মীর মোঃ ফখরউদ্দিন, যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (মানবসম্পদ) মোঃ মাসুদুল ইসলাম। অনুষ্ঠানে তিনটি বিপণন কোম্পানীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি