মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গাড়ি শিল্পে এক মাসের শুল্ক অব্যাহতি ঘোষণা ট্রাম্পের

অর্থ-বাণিজ্য রিপোর্ট
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
গাড়ি শিল্পে এক মাসের শুল্ক অব্যাহতি ঘোষণা ট্রাম্পের

জেনারেল মোটরস, ফোর্ড মোটর ও স্টেলান্টিসের প্রধানদের সঙ্গে আলাপের পর উত্তর আমেরিকার জন্য গাড়ি শিল্পে এক মাসের শুল্ক অব্যাহতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যেসব গাড়ি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) ট্রেড রুলস অব অরিজিন অনুসরণ করে, সেগুলোর জন্য মেক্সিকো ও কানাডার ওপর প্রযোজ্য ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানান গাড়ি কোম্পানির প্রধানরা। ট্রেড রুলস অব অরিজিনের আওতায় একটি গাড়ি বা যন্ত্রাংশে যদি নির্দিষ্ট পরিমাণ স্থানীয় উপকরণ ব্যবহার হয়, তাহলে সে দেশকে উৎপাদনকারী হিসেবে বিবেচনা করা হয়।

পরে ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, কানাডা ও মেক্সিকোর ওপর পূর্বঘোষিত ২৫ শতাংশ শুল্ক ২ এপ্রিল থেকে কার্যকর হবে। তবে ইউএসএমসিএ সম্পর্কিত কোম্পানির অনুরোধ বিবেচনা করে গাড়ি আমদানিতে এক মাসের জন্য শুল্ক অব্যাহতি দেয়া হচ্ছে।

'বিগ থ্রি' ডেট্রয়েট অটোমেকারদের প্রতিনিধিত্বকারী আমেরিকান অটোমোটিভ পলিসি কাউন্সিল ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, 'যে যানবাহন ও যন্ত্রাংশ যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক ইউএসএমসিএ কনটেন্টের উচ্চ মানদন্ড পূরণ করে, সেগুলোর এ শুল্ক থেকে মুক্তি পাওয়া উচিত।'

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন জেনারেল মোটরের সিইও মেরি ব্যারা, স্টেলান্টিসের চেয়ারম্যান জন এলকান, ফোর্ডের সিইও জিম ফার্লি ও চেয়ারম্যান বিল ফোর্ড।

হোয়াইট হাউজের শুল্ক অব্যাহতি ঘোষণার পর বুধবার বিগ থ্রি কোম্পানি জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসের শেয়ারদর উলেস্নখযোগ্যভাবে বেড়েছে। লেনদেনের শেষ পর্যায়ে এদিন স্টেলান্টিসের শেয়ারদর ৯ দশমিক ২ শতাংশ বাড়ে। অন্যদিকে জেনারেল মোটরস ও ফোর্ডের দর বাড়ার হার যথাক্রমে ৭ দশমিক ২ ও ৫ দশমিক ৮ শতাংশ।

অবশ্য হোয়াইট হাউজের ঘোষণা থেকে স্পষ্ট নয়, এ অব্যাহতি শুধু গাড়ি নাকি যন্ত্রাংশের ওপরও প্রযোজ্য হবে। এছাড়া এ সিদ্ধান্তের ওপর টেসলার সিইও ইলোন মাস্কের কোনো প্রভাব ছিল কিনা জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে