বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সব শেয়ার বেচবেন ব্র্যাক ব্যাংকের মনোনীত পরিচালক

যাযাদি রিপোর্ট
  ১৫ আগস্ট ২০১৯, ০০:০০
সব শেয়ার বেচবেন ব্র্যাক ব্যাংকের মনোনীত পরিচালক

নিজের হাতে থাকা ব্র্যাক ব্যাংক লিমিটেডের সমুদয় শেয়ার বিক্রি করবেন ব্যাংকটির মনোনীত পরিচালক সৈয়দ এস কায়সার কবীর। পাবলিক মার্কেটে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ পরিমাণ শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি। বর্তমানে কায়সার কবীরের হাতে ব্র্যাক ব্যাংকের মোট ১ লাখ ৫৮ হাজার ১২৫টি শেয়ার রয়েছে।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্র্যাক ব্যাংকের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ১৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্র্যাক ব্যাংকের সম্মিলিত ইপিএস হয়েছে ১ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬ পয়সা। ৩০ জুন ব্যাংকটির সম্মিলিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩০ টাকা ৬৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ টাকা ৩৬ পয়সা। ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেডের (ইসিআরএল) সার্ভিল্যান্স ক্রেডিট রেটিং অনুসারে, ব্র্যাক ব্যাংক লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে 'ডাবল এ পস্নাস' ও স্বল্পমেয়াদে 'এসটি-ওয়ান'। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ প্রাসঙ্গিক হালনাগাদ অন্যান্য তথ্যের ভিত্তিতে ইসিআরএল এ প্রত্যয়ন করেছে। সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ব্র্যাক ব্যাংক। আলোচ্য সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ৫ টাকা ১৭ পয়সা। ২০১৭ হিসাব বছরে সম্মিলিত ইপিএস ছিল ৪ টাকা ৮৬ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিতভাবে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়ায় ৩২ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ টাকা ৮০ পয়সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে