সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

পুঠিয়ায় ৬৯২ ভূমি ও গৃহহীন পরিবার পেল জমি ও ঘর

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৯:২৯
পুঠিয়ায় ৬৯২ ভূমি ও গৃহহীন পরিবার পেল জমি ও ঘর
পুঠিয়ায় ৬৯২ ভূমি ও গৃহহীন পরিবার পেল জমি ও ঘর

রাজশাহীতে মুজিবশত বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন।

শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উপলক্ষে প্রতি জেলা ও উপজেলার ন্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে সরাসরি যুক্ত ছিলেন। এর মাধ্যমে জেলার ৯টি উপজেলায় মোট ৬৯২ টি পরিবার জমি ও বাড়ী প্রাপ্ত হয়। এর মধ্যে পুঠিয়া উপজেলায় ৫৪ টি বাড়ির বরাদ্দ দেওয়া হয়।

এ সময় রাজশাহী জেলা প্রশাসক মোঃ আব্দুল জলিল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আমিনুল হক, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হীরা বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ, সহকারী কমিশনার (ভুমি) রুমানা আফরোজ, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, পুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খাঁন, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ও ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবীর হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে