মাদারীপুরে সদ্য জাতীয়করণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল, পিআরএল, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল রাখার দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মাদারীপুর জেলা শাখার শিক্ষক নেতারা।
রোববার দুপুর ১২টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মো. গোলাম ফারুক তার বক্তব্যে বলেন, অর্থ মন্ত্রণালয়ের ২০২০ সালের ১২ আগস্ট জারিকৃত পত্রটি প্রত্যাহারপূর্বক টাইম স্কেল, পি.আর.এল, জ্যেষ্ঠতা ও পদোন্নতি বহাল রাখার জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির মাদারীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক পরিমল কুমার বাড়ৈসহ সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা জেলা প্রশাসকের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd