ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে মাঠে নামবে দুই দল।
জানা যায়, প্রথম দুই ওয়ানডে জয়ে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে কিছু পরিবর্তন আনতে চায়। পরিবর্তন আসতে পারে উইন্ডিজ দলেও। প্রথম দুই ম্যাচে পরাজিত দলটি নিশ্চয়ই চাইবে ধবলধোলাই এড়াতে সেরা দল নিয়ে মাঠে নামতে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান/তাসকিন আহমেদ।
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd