সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।
খেশরা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক শেখ মেজবাহুর রহমান নাহিদের সভাপতিত্বে উপস্থিতছিলেন খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, তালা উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, এইচ এম এস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মইনুল ইসলাম, শিক্ষক আসাদুল্লাহ মিঠু, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফারুক হোসেন পিল্টু, নেতা সরদার সুমন প্রমুখ ।
উল্লেখ্য, ২১জানুয়ারি মুড়াগাছা যুবসংঘ ও দরমুড়াগাছা আলোকিত যুবসংঘের খেলার মধ্য দিয়ে ১৬ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার মাধ্যমে মুড়াগাছা যুবসংঘ ও খালিদ হোসেনের দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। প্রতিদ্বন্দীতা পূর্ণ খেলায় খালিদ হোসেনের দল ২-১ গোলে মুড়াগাছা যুবসংঘকে পরাজিত করে ।
প্রতিযোগিতা শেষে উভয় দলের হাতে পুরষ্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ ।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd