নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় পাঁচ শতাধিক দুস্থ অসহায়ের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বনপাড়া কলেজ চত্বরে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস।
পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী, সুধীজনদের অংশগ্রহণে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন ইউএনও জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি প্রমুখ।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd