সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর আয়োজেনে “ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড” ও ফ্রেন্ডশিপ হাসপাতালের সহযোগিতায় বৃহস্পতিবার দিন ব্যাপী (২৫ ফেব্রুয়ারি) লিডার্স মুন্সিগঞ্জ প্রধান কার্যালয়ে বিনা মূল্যে স্ত্রীরোগ ও প্রসূতি সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন চিকিৎসক ডাঃ তাসনুভা আফরিন, এমবিবিএস (আইএমসিএস), পিজিটি (গাইনি এন্ড অবস্)। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের ডাঃ মোসাঃ আনজুমান আরা, কনসালটেন্ট (গাইনি এন্ড অবস্) এবং ডাঃ এলিজাবেথ সরকার, এমবিবিএস, (এসবিএমসিএইচ)। চিকিৎসা সেবা কেন্দ্রে ৯০ জন এর অধিক নারী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
জরায়ু, স্তন, মুত্রনালী এবং গর্ভকালীন সমস্যা সহ অন্যান্য বিষয়ে চিকিৎসা সেবা নেন এ সব নারী। চিকিৎসার পাশাপাশি এ সব রোগীদের বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়। এ ছাড়া এ সব রোগীদের বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং করা হয়।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd