সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

যাযাদি ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৩১
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাখিভ্যান খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিয়ন্ত্রণ হারিয়ে পাখিভ্যানটি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শিপন আলী (৩৭) আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। আহতরা হলেন- শিপনের ছোট ভাই রিপন ও পাখিভ্যান চালক ইকরামুল কবির।

শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের কাছারিপাড়া ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে শিপন ও রিপন ব্যাটারিচালিত পাখিভ্যানযোগে পাইকপাড়া থেকে ঢেউটিন কেনার জন্য চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে আসছিলেন।

পথে লক্ষ্মীপুর গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশের একটি খাদে পড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে শিপনকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে