সাতক্ষীরার পাটকেলঘাটায় মেয়েকে ধর্ষনের অভিযোগে সৎ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে জুসখোলা গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুল ইসলাম (৪০) তালা উপজেলার সরুলিয়া
ইউনিয়নের জুসখোলা গ্রামের তবারক সরদারের ছেলে। তিনি পেশায় একজন ইটভাটা শ্রমিক।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, ১২ বছর আগে রফিকুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। পরে আবার বিয়ে করেন। সেই পক্ষের দুটি কন্যা সন্তান রয়েছে। একটি কন্যা সন্তান পাবনাতে কাজ করে। অন্য ১২ বছর বসয়ী ছোট মেয়েটি ঢাকায় কাজ করে। গত কয়েক সপ্তাহ ধরে সে বাড়িতে এসেছে। গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষন করে। পরে মেয়েটি ঘটনাটি মাকে জানালে তার মা বাদী হয়ে থানায় বাবার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগে মামলা করেন। এ ঘটনায় সকালে রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd