বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

​ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২১, ১৪:৫৯
​ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু
​ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জিহাদ (১০) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১ টার দিকে সদর উপজেলার কালুহাটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং কালুহাটি মাদরাসার ২য় শ্রেণির ছাত্র।

সদর উপজেলার বেতাই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সিরাজুল আলম জানান, সকাল ১০টার দিকে জিহাদ তার আরেক বন্ধুকে নিয়ে রাস্তার ধারে পুকুরে পানি সেচে মাছ ধরতে যায়। সে সময় জিহাদ সবার আগে পুকুরে নামলে আগে থেকে ছিড়ে থাকা একটি বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। পরে তার দুই বন্ধুর চিৎকারে স্থানীয়রা এসে জিহাদকে উদ্ধার করে। উদ্ধারের কিছুক্ষণ পরেই সে মারা যায়।

তিনি আরও জানান, ওই গ্রামেরই নাজির আহমেদের বাড়ি থেকে পুকুরের উপর দিয়ে পাশের একটি পোল্ট্রি ফার্মে বিদ্যুতের সংযোগ নেওয়া ছিল। ওই তার ছিড়ে পুকুরে পড়েছিল। আর তা থেকেই বিদ্যুতায়িত হয়েই জিহাদের মৃত্যু হয়।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে