ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে সেতাফুর রহমান সেতু (৪০) নামে এক ব্যক্তি মারা গেছে। সেফাউর রহমান হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া তালতলা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
হরিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম খান সেফাউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশিশ্চত করেছেন এবং তিনি বলেন স্বাস্থ্যবিধি মেনেই করোনাভাইরাস আক্রান্ত মৃত্যু ব্যক্তিকে দাফন করা হবে এবং মৃত্যু ব্যক্তির পরিবারের সকল সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ গত ৪ জুন সেতাফুর রহমান অসুস্থ হয়ে পড়লে তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে করোনার রিপোর্ট পজেটিভ আসে। এর তাকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি করা হয়। ক্রমে তার স্বাস্থ্যের অবনতি দেখা দিলে গত ৭জুন কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু করোনা আক্রান্ত ব্যক্তির পরিবারের লোকজন তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে অনীহা প্রকাশ করেন। এরপর থেকে তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত ১ টায় তিনি মৃত্যুবরণ করেন।
যাযাদি/এসএইচ