সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

​ কটিয়াদীতে জেআইএমসি এইচ হেলথ সেন্টার উদ্বোধন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১১ জুন ২০২১, ১৯:২২
​  কটিয়াদীতে জেআইএমসি এইচ হেলথ সেন্টার উদ্বোধন
​ কটিয়াদীতে জেআইএমসি এইচ হেলথ সেন্টার উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল দ্বারা সরাসরি পরিচালিত একটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য নূর মোহাম্মদ।

শুক্রবার বিকালে রিয়াজ ভবনের ২য় তলায় জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. বাহার উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও উপ পরিচালক অধ্যাপক ডা. খালেকুল ইসলাম ববির সঞ্চালনায় বক্তব্য রাখেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের এডিজি আবু লুৎফে ফজলে রহিম খান, সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, পৌর মেয়র শওকত উসমান।

এ সময় ইপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সাবেক উপ পরিচালক ডা. মুকতাদির ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলী, কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাবেক ভিপি সিদ্দিকুর রহমান, কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান, ভিপি দুলাল বর্মণ প্রমুখ।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে