সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

​বান্দরবানে নওমুসলিমকে গুলি করে হত্যা

রোয়াংছড়ি প্রতিনিধি
  ১৯ জুন ২০২১, ১০:১১
​বান্দরবানে নওমুসলিমকে গুলি করে হত্যা
​বান্দরবানে নওমুসলিমকে গুলি করে হত্যা

বান্দরবানের রোয়াংছড়িতে এক নওমুসলিম ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সারে নয়টায় দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বের্নচন্দ্র ত্রিপুরা (৫২)। তিনি রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাছড়ি আগা ত্রিপুরা পাড়ার বাসিন্দা তয়ারাম ত্রিপুরার ছেলে।

স্থানীয়রা জানান নিহত ব্যক্তির এ এলাকাতে কয়েক বছর আগে পরিবারসহ চলে এসে বসবাস করে থাকেন। তিনি আগে খৃষ্টান ধর্ম ছিলেন। খ্রীষ্টান ধর্ম থেকে মুসলিম ধর্মান্তরিত হয়ে পাড়াতে ৩/৪ পরিবারকে মুসলিম ধর্মান্তর করে মসজিদ বানিয়ে মুসলিম ধর্ম পালন করে থাকতেন। রাতের আধাঁরে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে। রোয়াংছড়ি থানায় অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির ঘটনা সততা নিশ্চিত করেছেন।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে