বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে পটুয়াখালীতে করোনায় নতুন শনাক্ত ১৬৮

পটুয়াখালী প্রতিনিধি
  ২৮ জুলাই ২০২১, ১৩:২১
পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে পটুয়াখালীতে করোনায় নতুন শনাক্ত ১৬৮
পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে পটুয়াখালীতে করোনায় নতুন শনাক্ত ১৬৮

পটুয়াখালীতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সর্বশেষ মঙ্গলবার অতিতের সকল রেকর্ড ভেঙ্গে গত ২৪ ঘন্টায় ৫১১ টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের শতকরা হার ৩২.৮৭ ভাগ।

এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৫০। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৫৯৯ জন। মৃত্যু হয়েছে ৭৬ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১০ জন। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ১১৬৪ জন।

মঙ্গলবার রাতে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।

এদিকে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পেলেও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কিংবা স্বাস্থ্য বিধি মানার প্রবনতা লক্ষ্য করা যাচ্ছে না। অপরদিকে সরকার ঘোষিত কঠোর লকডাউন চললেও গত কয়েকদিনের থেকে বুধবার বৃষ্টির কারণে সড়ক গুলোতে মানুষের উপস্থিতি কিছুটা কম দেখা গেছে।

পটুয়াখালীর সিভিল সার্জন মোঃ জাহাংগীর আলম বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা যাতে ভাইরাসে আক্রান্ত না হই সে বিষয়ে আমাদের সচেতন হওয়াটা জরুরী।’

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে