সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

কলমাকান্দায় ভারতীয় সুপারি আটক করেছে বিজিবি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  ০২ আগস্ট ২০২১, ১২:৪২
কলমাকান্দায় ভারতীয় সুপারি আটক করেছে বিজিবি
কলমাকান্দায় ভারতীয় সুপারি আটক করেছে বিজিবি

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ২ লক্ষ ৬ হাজার ৫৪০ টাকা মূল্যমানের ভারতীয় সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার রাতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, রোববার রাতে কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নে অবস্থিত বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সুবেদার আব্দুর রব হাওলাদারের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল দায়িত্বপালন করছিল। এ সময় গোপন তথ্যে সীমান্ত পিলার নং ১১৭৫ এমপি হতে আনুমানিক দুইশত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উত্তর গোড়াগাঁও নামক স্থান হতে ৪১ হাজার ২৩১টি ভারতীয় সুপারি জব্দ করে। আর জব্দকৃত এসব সুপারি নেত্রকোনা কাস্টমস অফিসে জমা দেয়া হবে বলে তিনি জানান ।

৩১ বিজিবি ব্যাটালিয়ান জানান, সীমান্ত ব্যাপি চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স পদ্ধতিতে চোরাচালানিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে