সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

​আশুগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ॥ প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫১
​আশুগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ॥ প্রাইভেটকার জব্দ
​আশুগঞ্জে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ॥ প্রাইভেটকার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩৫ কেজি গাঁজা, ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদকদ্রব্যবাহি একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের মোঃ রাসেল মিয়া-(২৫), রাউতখলা গ্রামের মোঃ আল আমিন-(২৪) ও মোঃ জুনায়েত হোসেন-(২৫)। এ ঘটনায় কসবা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা ও ইয়াবা দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে