সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

করিমগঞ্জে মোটর সাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
  ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৫
করিমগঞ্জে মোটর সাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার
করিমগঞ্জে মোটর সাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার

মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে করিমগঞ্জ পুলিশ। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর এলাকা এবং জেলা শহরের শোলাকিয়া ও সতাল থেকে তাদের গ্রেফতার করে করিমগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ জয় (১৯), মোঃ রাজিবুল করিম অন্তু (২১), ইবনে উমাইয়া (২১), মোঃ সাজন মিয়া (২২), মোঃ রুবেল মিয়া (২৪), মোঃ মামুন মিয়া (২৪), মোঃ রকি ইসলাম (২৮)।

জানা যায়, দীর্ঘদিন যাবত তারা করিমগঞ্জ, কিশোরগঞ্জ সদর ও গাজীপুরের কাপাসিয়া উপজেলা এলাকায় মোটর সাইকেল চুরি করে আসছে। করিমগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মোঃ জয়কে নিয়ামতপুর এলাকা থেকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে জয়ের ৬জন সহযোগীকে সদর উপজেলার শোলাকিয়া ও সতাল থেকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে।

করিমগঞ্জ থানার ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৭ জন আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। মোটর সাইকেল চুরির মামলায় তাদের আদালতে চালান দেয়া হয়েছে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে