সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

আনোয়ারায় চেয়ারম্যানের কার্যালয়ে রসহস্যজনক আগুন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯
আনোয়ারায় চেয়ারম্যানের কার্যালয়ে রসহস্যজনক আগুন
আনোয়ারায় চেয়ারম্যানের কার্যালয়ে রসহস্যজনক আগুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরীর অস্থায়ী কার্যালয়ে শুক্রবার(২৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩ টায় রহস্যজনক আগুনের ঘটনা ঘটেছে। এতে পরিষদের গুরুত্ব পূর্ণ নতিপত্রসহ কিছু আসবাবপত্রের ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানাযায়। আগুনের ঘটনা চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী পরিকল্পিত বলে জানায়। ঘটনার পর উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সৈয়দ ওমর ও আনোয়ারা ফায়ার সার্ভিসের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় মামলার প্রস্ততি চলছে।

চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী জানায়, ধারণা করা হচ্ছে শুক্রবার ভোররাত সাড়ে ৩ টায় আগুনের ঘটনা ঘটে। ভোর ৫ টায় লোকজন আগুন দেখতে পেয়ে নিয়ন্ত্রণে আনে। নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। এসময় তিনি প্রকৃত দোষীদের গ্রেপ্তারে প্রশাসনের সহায়তা কামনা করেন।

আনোয়ারা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মাসুদ পারভেজ জানান, শুক্রবার ভোররাতে আগুন লাগলেও ফায়ার সার্ভিস টিম দুপুর সাড়ে ১২ টায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে