সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

​চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সংবর্ধনা

চকরিয়া ( কক্সবাজার) প্রতিনিধি
  ০৭ অক্টোবর ২০২১, ১৯:৪২
​চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরকে  পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সংবর্ধনা
​চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সংবর্ধনা

কক্সবাজারের চকরিয়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরকে পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে বরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে চকরিয়া পৌরসভা মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়। এইদিন আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন চকরিয়া পৌরসভার দ্বিতীয়বারের মতো নির্বাচিত বর্তমান মেয়র আলমগীর চৌধুরী। এছাড়াও দায়িত্বভার গ্রহণ করেছেন ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাশেদা বেগম ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকান ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, সাধারণ আসনের ১নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এম নুরুস শফি, ২ নং ওয়ার্ডের সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ডের ইফতেখারুল ইসলাম হানিফ, ৪ নং ওয়ার্ডের জাফর আলম কালু, ৫ নং ওয়ার্ডের ফোরকানুল ইসলাম তিতু, ৬ নং ওয়ার্ডের আবদুচ ছালাম, ৭ নং ওয়ার্ডের নুরুল আমিন, ৮ নং ওয়ার্ডের মো.মুজিবুল হক ও ৯ নং ওয়ার্ডের বেলাল উদ্দিন।

দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি এ.এ.এম জহুরুল মওলা ও সাধারণ সম্পাদক রাজিফুল মোস্তফা রাজিফ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত পৌর মেয়র আলমগীর চৌধুরী।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন চকরিয়া পৌরসভার নব-নির্বাচিত ১২ কাউন্সিলর, পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, প্রকৌশলী মুজিবুর রহমান, মেডিকেল অফিসার ডা. মো. লোকমান, উপ-সহ: প্রকৌশলী মৃনাল কান্তি ধর, হিসাবরক্ষণ কর্মকর্তা সফায়াত হোসেন, পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক আবু রাশেদ মো. জাহেদ।

এসময় উপস্থিত ছিলেন, রায়হান আক্তার বানু, বাজার পরিদর্শক বশির আহমদ, কর নির্ধারক ফরিদুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল মোস্তফা, লাইসেন্স পরিদর্শক কামাল হোসেন, উচ্চমান সহকারি উসমান গণি, সহকারি কর আদায়কারী নুরুল আবছার মুনিরী, পরি”ছন্নতা পরিদর্শক আবুল কালাম, অফিস সহকারি আবদুল হামিদ, বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক জানে আলম, অর্থ সম্পাদক হায়দার আলী, ঠিকাদানকারী সুপারভাইজার নাজিম উদ্দিন, আওলাদ কামাল, ঠিকাদানকারী রফিকুল আলম, আবদুল লতিফ, চম্পক দত্ত, রুবি আক্তার, কম্পিউটার অপারেটর দিদারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল কাদের, প্রচার সম্পাদক ফরিদুল আলম, আপ্যায়ন সম্পাদক রাশেদ কামাল, রোলার চালক রুবেল, মাহমুদুল করিম, জোবাইর, মেয়র পিত্র শেফায়েত হোসেন ওয়ারেছি, দপ্তর সম্পাদক আলী আকবর, অফিস সহায়ক খোকন কুমার চৌধুরী, আব্বাছ উদ্দিন, মাওলানা সাহাব উদ্দিন, শফিকুল কাদের, নুরুল আমিন, হারুন ও বাগান মালি সেলিম। উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আ.লীগের সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, আমান উদ্দিন আমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সেকান্দার বাদশা নাগু, ১ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আমির হোসেন মেম্বার, ৫নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জমির উদ্দিন মেম্বার, ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা যুবলীগের অর্থসম্পাদক আজিজুল হক, ১নং ওয়ার্ড আ.লীগ নেতা নুরুল আলম সওদাগর, সাহাব উদ্দিন সওদাগর, আবুল হাশেম, মীর কাশেম মিঠু ও ছরওয়ার আলম।

দায়িত্বভার গ্রহন শেষে নবনির্বাচিত চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌরবাসীর প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। সরকারের উন্নয়ন অভিযাত্রার পক্ষে রায় দিয়ে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি সেইজন্য পৌরবাসির কাছে কৃতজ্ঞ।

তিনি বলেন, আগামী দিনেও অতীতের ন্যায় সবার সঙ্গে মিলে মিশে এই পৌরসভাকে উন্নয়নয়ের মাধ্যমে মডেল পৌরসভা হিসেবে সাজাতে চাই। পাশাপাশি পৌরসভার সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জনগনের দৌড়গোড়ায় সবধরণের নাগরিক সেবা নিশ্চিত করতে চাই। সেইলক্ষে সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে