সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

জয়পুরহাট প্রতিনিধি
  ২৫ অক্টোবর ২০২১, ১৩:১৫
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

জয়পুরহাটে শফিকুল ইসলাম নামে এক চালককে হত্যার পর ব্যটারী চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে সদর উপজেলার দোগাছি শিমুলতলী এলাকার পার্শ্ববর্তী একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শফিকুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার খাসপাহানন্দা গ্রামের নিলু ফকিরের ছেলে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান, গতকাল রবিবার সকালে শফিকুল ইসলাম অটোরিকশা নিয়ে তার নিজ বাড়ি থেকে বের হয়। রাতে তিনি আর বাড়ি ফিরেননি। তার স্বজনরা অনেক চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। আজ সোমবার সকালে জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের শিমুলতলী এলাকায় ধান ক্ষেতে একটি গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। আটোরিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ধারনা করছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে