শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বরিশালে মহাসড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত

বরিশাল অফিস
  ০৮ নভেম্বর ২০২১, ১৬:২৪
বরিশালে মহাসড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত
বরিশালে মহাসড়কে দুর্ঘটনায় ৩ জন নিহত

বরিশালে মহাসড়কে মাইক্রোবাস ও টেম্পোর মুখোমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১ জন। সোমবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটির দপদপিয়া জিড়ো পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রী জানান, সোমবার ভোরে বাকেরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী টেম্পো বরিশালে যাচ্ছিল। দপদপিয়ার জিড়ো পয়েন্ট এলাকা অতিক্রিমকালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে টেম্পেটির মুখোমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে আহত ৪ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে আহত নির্মান শ্রমিক নাসির বিশ্বাসের (৫৫) মৃত্যু ঘটে। পরে গুরুত্বর অবস্থায় মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধা (৪৫) ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলামকে (৩২) ঢাকায় প্রেরণ করা হয়। পথিমধ্যে তাদেও দুজনারই মৃত্যু হয় বলে জানিয়েছেন নলছিটি থানার পুলিশ পরিদর্শক।

এছাড়া নাসির নামে আরো একজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে