বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

​সখীপুরে এমপিওভূক্তির দাবিতে অনার্স-মাস্টারস শিক্ষকদের ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২১, ১৮:৩৮
​সখীপুরে এমপিওভূক্তির দাবিতে অনার্স-মাস্টারস  শিক্ষকদের ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট
​সখীপুরে এমপিওভূক্তির দাবিতে অনার্স-মাস্টারস শিক্ষকদের ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তির দাবিতে ক্লাস বর্জন ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টারস শিক্ষক ফেডারেশন সখীপুর উপজেলা শাখা এ কর্মসূচি পালন করে। আজ বৃহস্পতিবার সখীপুর আবাসিক মহিলা কলেজ চত্বরে এ কর্মসূচি পালিত হয়। বেলা ১২টায় সংগঠনের উপজেলা শাখার সভাপতি আবদুর রউফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সখীপুর আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান জাকির হোসাইন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল ওয়ারেস, শরীফুল হান্নান প্রমুখ।

বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টারস শিক্ষক ফেডারেশন সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুল ওয়ারেস বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার আমরা ক্লাস বর্জন করেছি ও কলেজে অবস্থান ধর্মঘট পালন করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলবেই।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে