বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উপকূলীয় এলাকায় সূর্যমুখী চাষের সমস্যা ও সম্ভবনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২১, ১৬:১০

উপকূলীয় অঞ্চলে তেল ফসল হিসেবে সূর্যমুখী চাষের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পটুয়াখালী হটিং কালচার সেন্টারের কনফারেন্স রুমে বাংলাদেশ কৃষি গবেষনা ইনিস্ট্রিটিউট এর সরেজমিন গবেষনা বিভাগের উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় পটুয়াখালী সহ দক্ষিণ অঞ্চলের সূর্যমুখী চাষের সম্ভবনা ও প্রতিবন্ধকতা সমূহ তুলে ধরা হয়। এ সময় কৃষিবীদ সহ বিভিন্ন এলাকার কৃষক, বীজ ও সার ব্যবসায়ী সহ কৃষি বিভাগ সংশ্লিষ্ঠরা তাদের মতামত তুলে ধরেন।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্ট্রিটিউট এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহা.সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদে কৃষি গবেষনা ইনিস্ট্রিটিউট এর পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহম্মদ সামসুল আলম, অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ তাফিকুল আলম, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফি উদ্দিন, ড.মোঃ সালেহ উদ্দিন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী সরেজমিন গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম খান।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে