জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন।
সোমবার কলা অনুষদের নব নিযুক্ত ডিন অধ্যাপক ড. মোঃ রইছ উদদীন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি আগামী ৩০ নভেম্বর ২০২১ তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
যাযাদি/এসআই
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd