সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

​বরিশালে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন

বরিশাল অফিস
  ২৯ নভেম্বর ২০২১, ১৭:১৯
​বরিশালে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন
​বরিশালে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন

বরিশালে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন এর উদ্বোধন হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে গঠিত এই ডিজিটাল সেন্টারের ১ যুগে পদার্পণ উপলক্ষে সোমবার (২৯ নভেম্বর) ক্যাম্পেইন এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

জেলা প্রশাসনের আয়োজনে এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বেলা ১১ টায় উদ্বোধণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহেল মারুফ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হেসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল লতিফ মজুমদার। জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রোগ্রামার আতিকুর রহমান, বরিশাল সদর সহকারী প্রোগ্রামার চৌধুরী মোহাম্মদ শওকত হোসাইন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পূর্তি উদযাপন উপলক্ষ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পাশাপাশি অতিথিরা ডিজিটাল সেন্টারের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে অতিথিরা কেক কেটে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১তম বছর পূর্তি উদযাপন করেন।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে