শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

​পাবনার ৩ উপজেলার ২৬ ইউপি নির্বাচনে জয়ী নৌকা ১৯ ও স্বতন্ত্র ৭

পাবনা প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২১, ১৭:৫৯

পাবনার ৩ উপজেলায় ২৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক মার্কা নিয়ে ১৯ জনকে ও স্বতন্ত্র প্রার্থী ৭ জনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রোববার রাতে তিন উপজেলার নির্বাচন অফিসে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা দেওয়া হয়।

ঈশ্বরদী: সাহাপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী এমলাক হোসেন বাবু (স্বতন্ত্র), লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে আনিস উর রহমান শরীফ (নৌকা), সাঁড়া ইউনিয়নে এমদাদুল হক রানা সরদার (নৌকা), সলিমপুরে আমজাদ হোসেন বাবলু মালিথা (স্বতন্ত্র), পাকশি ইউনিয়নে সাইফুজ্জামান পিন্টু (নৌকা), দাশুড়িয়া ইউনিয়নে বকুল সরদার (নৌকা), মুলাডলি ইউনিয়নে আব্দুল খালেক মালিথা (নৌকা)। বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সাঁথিয়া : কাশিনাথপুর ইউনিয়নে মীর মন্জুর এলাহী (নৌকা), ক্ষেতুপাড়া মনসুর আলম পিন্চু (নৌকা), গৌরিগ্রাম আব্দুল ওহাব মাস্টার (নৌকা), নন্দনপুর রবিউল ইসলাম লিটন মোল্লা (নৌকা), ধোপাদহ সাইদুজ্জামান বাবুল (নৌকা), আর-আতাইকুলা মিরাজুল ইসলাম (নৌকা), নাগডেমড়া মো: হাফিজুর রহমান হাফিজ (স্বতন্ত্র) ও ভূলবাড়িয়া এনামুল কবির মাসুদ (স্বতন্ত্র) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে।

চাটমোহর : হান্ডিয়াল ইউনিয়নে মোঃ রবিউল করিম এম এ (নৌকা), নিমাইচড়া ইউনিয়নে মোছাঃ নুরজাহান বেগম মুক্তি (নৌকা), মথুরাপুর ইউনিয়নে মোঃ শাহ আলম (নৌকা), ছাইকোলা ইউনিয়নে নুরুজ্জামান নুরু (নৌকা), মুলগ্রাম ইউনিয়নে রাশেদুল ইসলাম বকুল (নৌকা), হরিপুর ইউনিয়নে মকবুল হোসেন (নৌকা), পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আলহাজ্ব মোঃ আজাহার আলী (নৌকা), গুনাইগাছা ইউনিয়নে মোঃ রজব আলী বাবলু (স্বতন্ত্র), ডি’বি গ্রাম ইউনিয়নে মোঃ শামীম হোসাইন (স্বতন্ত্র), বিলচল ইউনিয়নে মোঃ আক্তার হোসেন (স্বতন্ত্র), ফৈলজানা ইউনিয়নে মোঃ হাফিজ উদ্দিন (স্বতন্ত্র)।

পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সবাই পছন্দের প্রার্থীদের স্বতঃফূর্তভাবে ভোট দিয়েছে। কোন কেন্দ্রে সহিংসতা হয়নি।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে