রোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় খর্নিয়া ইউনিয়নে আ'লীগের ৯জন নেতাকর্মী বহিষ্কার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২১, ১৮:১১
ডুমুরিয়ায় খর্নিয়া ইউনিয়নে আ'লীগের ৯জন নেতাকর্মী বহিষ্কার
ডুমুরিয়ায় খর্নিয়া ইউনিয়নে আ'লীগের ৯জন নেতাকর্মী বহিষ্কার

খুলনার ডুমুরিয়ায় ১১ নভেম্বর খর্নিয়া ইউপি নির্বাচনে নৌকার বিরুদ্ধে কাজ করায় আওয়ামী লীগের ৯ জন নেতা কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত ২৮ নভেম্বর খর্নিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি নারায়ন চন্দ্র মল্লিক ও যুগ্ম সম্পাদক তুলসী দেবনাথ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

জানা যায়, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ৪ নং খর্নিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আফরোজা খানম মিতার নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান করে দলের বিদ্রোহী প্রার্থী শেখ হেফজুর রহমান (আনারস) ও মেহেদী হাসান বিপ্লবের (অটোরিকশা) পক্ষে কাজ করার অপরাধে দলীয় গঠনতন্ত্রের ৪৭ (১১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে ওয়ার্ড আ'লীগের ৯ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, ১ নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক হাবু হানিফ মোড়ল, ৬নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, ৯নং ওয়ার্ড আ'লীগের সভাপতি মোহাম্মদ আলী, সদস্য আলতাফ বিশ্বাস, জামাল শেখ, সাত্তার শেখ, নিমাই চন্দ্র মল্লিক, সাত্তার শেখ ও মোজাফফর ফকির।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে