শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

মনোহরদীতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২১, ২১:৪০
মনোহরদীতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল
মনোহরদীতে নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল

মনোহরদী উপজেলার ৯টি ইউপি নির্বাচনে ৪৫৩ প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও একজন মেম্বার প্রার্থীর যাচাই-বাছাই তালিকা থেকে মনোনয়ন বাতিল করা হয়েছে। এরা হলেন চেয়ারম্যান পদে গোতাশিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. মতিউর রহমান এবং চালাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. শাহজাহান।

চেয়ারম্যান প্রার্থী ব্যায় রিটার্ন জমা না দেওয়ার কারণে এবং প্রয়োজনীয় কাগজ না থাকায় মেম্বার প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

সোমবার যাচাই বাছাইয়ের শেষ দিনে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা নাজমুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান তাঁর প্রার্থীতা ফিরে পেতে আপিল করবেন বলে জানিয়েছেন।

যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিল শেষে চূড়ান্ত হয়েছেন ৪৫১ প্রার্থী।

এর আগে মনোহরদী উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬ জন, সাধারণ মেম্বার পদে ৩২২ জন ও সংরক্ষিত নারী আসনে ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে