সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
walton

জামালগঞ্জে ভারতীয় নাছির বিড়িসহ আটক ১

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২২, ১৮:১৯

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভারতীয় নাছির বিড়িসহ ১ জনকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ।

শনিবার সকালে বেহেলী ইউনিয়নের রহিমাপুর গ্রামের রাস্তা থেকে তাকে প্রায় ২৮ হাজার বিড়িসহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের ডেঙ্গু শেখের ছেলে আব্দুল জব্বার (৫০)।

থানা সূত্রে জানা যায়, জামালগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিশ্বম্ভরপুর থানা হয়ে ভারতীয় নাছির বিড়ি নিয়ে রহিমাপুরের সড়ক হয়ে সাচনা বাজারে আসতেছিল। আটককৃত ব্যক্তির কাছ থেকে ২৮ হাজার অবৈধ ভারতীয় নাছির বিড়ি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জানান, ভারতীয় নাছির বিড়িসহ ১ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা রুজু করে আটককৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে