সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নাসিরনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
  ১৫ জানুয়ারি ২০২২, ১৮:২৫
নাসিরনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নাসিরনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩৫০ জন শীতার্তের মাঝে কম্বল ও সুয়েটার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সকালে উপজেলা সদরের সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাজী আমিরুল ইসলামের বাড়ির চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা সুপ্রিম কোর্টের আইনজীবী, ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের চেয়ারম্যান এম. আমিনুল ইসলাম মুনির।

এ সময় তিনি উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য ২৫০টি কম্বল ও ১০০ স্যুয়েটার সংগঠনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

এ সময় নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকার সভাপতি এস. আতিকুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল করিম সোহেল, সাংগঠনিক সম্পাদক এনামুল হুদা সুমন, প্রচার সম্পাদক কাজী মো. আজমান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যুব এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। অরাজনৈতিক এই সংগঠনটিতে বিভিন্ন শ্রেণি-পেশায় কর্মরত চারশতাধিক সদস্য রয়েছেন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে