কুমিল্লার বরুড়ায় বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
২০ জানুয়ারী বিকাল ৪টায় বরুড়া উপজেলার রাজাপুর গ্রামে বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার সভাপতি স্বপন মজুমদার এর সভাপতিত্বে আগানগর ইউনিয়ন সহ বিভিন্ন গ্রামে প্রায় ৫ শত হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউ এন ও) মোঃ আনিসুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দিন, ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, সাংস্কৃতিক কর্মী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আজহার সুমন, এসময় বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
যাযাদি/ এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd